Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

বাংলায় অনূদিত দূর্লভ রাশিয়ান বইসমূহ ডাউনলোড করে নিন


বাংলায় অনূদিত দূর্লভ রাশিয়ান বইসমূহ ডাউনলোড করে নিন


আসসালামুয়ালায়কুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। কিছুদিন হল কোন পোস্ট করতে পারি নাই তাই আজকে চিন্তা করলাম একটা পোস্ট করেই ফেলি। 
ছেলেবেলায় সোভিয়েত ইউনিয়নের সেই বইগুলো কে কে পড়েছেনরূপকথা আর স্বপনকথার আদরে সেই নরম বরফের দেশে কখন হারিয়ে যেতেন মনে পড়ে?স্নেহমাখা সেই বইগুলো বুকছাড়া করতে ইচ্ছে করতসেই ছেলেবেলা চলে গিয়েছে। ছাপাখানার ডাস্টবিনে হারিয়ে গিয়েছে সদাসতেজ সেই বইগুলো। এখনকার ছোটদের ভাগ্যে সেসব কোথায়কারও কারও বাড়িতে ধূলোপাহাড়ের নীচে শুয়ে রয়েছে পোকাখাওয়া দু-একটি বই এখনও। রাশিয়ার বাংলায় অনূদিত জীর্ণমলিন,হলুদ হয়ে যাওয়া বইগুলিকেই নিয়ে এই পোস্টটি সাজানো হল। দূর্লভ এই বইগুলির সন্ধান জানিয়েছেন অমি খান,তাঁকে ধন্যবাদ। ধন্যবাদ এই বইগুলোর পিডিএফ নির্মাতাদেরও। 

-----------------------------------------------------------------------------------------


০১। আনাড়ির কাণ্ডকারখানা ৮ (শূন্যে পাড়ি) - নিকোলাই নোসভ (অনুঅরুণ সোম)

০২। আমার পশু বন্ধুরা - বরিস এদের(অনুফল্গু কর)

০৩। ইউক্রেনের লোককথা (অনুননী ভৌমিক)

০৪। ভারতবর্ষের ইতিহাস - আন্তোনভা,বোনগার্দকতোভস্কি (অনু : চট্টোপাধ্যায়,শর্মা)

০৫। সোনার পেয়ালা - কায়ুম তাংগ্রিকুলিয়েভ (অনুননী ভৌমিক)

০৬। সার্কাসের ছেলে ও অন্যান্য গল্প -অরুণ সোম সম্পাদিত

০৭। ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা - আনাতালি আলেক্সিন (অনুননী ভৌমিক)

০৮। জ্যোতির্বিদ্যার খোশখবর - ইয়া.পেরেলম্যান (অনুশুভময় ঘোষ)

 ০৯। ছবিতে ছবিতে গল্প - হার্মস.গের্নেতদিলাস্কতরস্কায়া (অনুননী ভৌমিক)

১০। স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা -আনাতালি মিত্যায়েভ (অনুবিষ্ণু মুখোপাধ্যায়)

১১। ধলা কুকুর শামলা কান - গাভ্রিয়িল ত্রোয়েপলস্ক (অনুঅরুণ সোম)

১২। বাচো আর গোচা - ওতিয়া ইওসেলিয়ানি (অনুননী ভৌমিক)

১৩। চুক আর গেক - আর্কাদি গাইদার(অনুশঙ্কর রায়)

১৪। রিঅ্যাক্টরের ইতিকথা - অ্যালেক্সেই ক্রিলোভ (অনুবিজয় পাল)

১৫। আনাড়ির কাণ্ডকারখানা ১(ফুলনগরীর টুকুনরা) - নিকোলাই নোসভ(অনুঅরুণ সোম)

১৬। সোনার চাবি কিংবা বুরাতিনোর কাণ্ডকারখানা - অ্যালেক্সেই তলস্তয় (ননী ভৌমিক)

১৭। সোভিয়েত উজবেকিস্তানে ভ্রমণ -ভিক্তর ভিৎকভিচ (অনুফল্গু কর)

১৮। হাতি - আলেক্সান্দর কুপ্রিন (অনু:হায়াত মামুদ)

১৯। সিভকা বুর্কা - রুশী রুপকথা - .বুলাতভ (অনু : ননী ভৌমিক)

২০। উক্রাইনীয় উপকথা (অনু :হীরেন্দ্রনাথ সান্যাল)

২১। ছবিতে সেকালের জন্তু জানোয়ার -ইরিনা ইয়াকোভলেভা (অরুণ সোম)

২২। শিশু কাহিনী - লেভ তলস্তয় (ননী ভৌমিক)

২৩। দাঙ্কোর জ্বলন্ত হৃৎপিণ্ড - ম্যাক্সিম গোর্কি (অনু : ননী ভৌমিক)

২৪। পীত দানবের পুরী - ম্যাক্সিম গোর্কি(অনু : অরুণ সোম)

২৫। মানুষ কি করে বড়ো হল - ইলিন,সেগাল (গিরীন চক্রবর্তীঅরুণ সোম)

২৬। প্রকৃতিবিদের কাহিনী - পিওতর মান্তেইফেল (অনু : ননী ভৌমিক)

২৭। আমাদের চিড়িয়াখানা - ভেরা চাপলিনা (অনুরেখা চট্টোপাধ্যায় ও বিজয় পাল)

২৮। চড়ুইছানা - মাক্সিম গোর্কি (অনু:হায়াৎ মামুদ)

২৯। রুশ গল্প সংকলন - ১ম পর্ব -চিরায়ত রুশ সাহিত্য (অনুননী ভৌমিক ও সমর সেন)

৩০। রুশ গল্প সংকলন - ২য় পর্ব -সাম্প্রতিক সোভিয়েত গল্প (অনুননী ভৌমিক ও সমর সেন)

৩১। আনাড়ির কাণ্ডকারখানা ১২ (নতুন আলাপ) - নিকোলাই নোসভ (অনুঅরুণ সোম)

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন